কলাপাড়া প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে মানবিক সেচ্ছাসেবী সংগঠন "পাশে দাঁড়াই"। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর বাজারে সংগঠনের সদস্য,দাতা সদস্য,উপদেষ্টা পরিষদ ও প্রবাসীদের অর্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অতিথি ছিলেন, ডেনমার্ক বাঙালী এসোসিয়েশনের সভাপতি শামসুল আলম মাতব্বর, উপজেলা বিএনপির সহ- সভাপতি নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শহীদ মাতবর, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদদীন আহমেদ (টিপু) সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সমাজ সেবক শামসুজ্জামান দোহা মাতব্বর, আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাসুকুর রহমান পিন্টু, মজার উদ্যান বিশ্বাস ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ নাজমুল আলম বাদল মাতুব্বর, নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আ.খালেক মাওলানা, লালুয়া এসকেজেবী মাধ্যমিক বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আবুল বাশার ব্যাপারী, সমাজ সেবক হামেদ মিয়া, মোতালেব মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের সৃষ্টি লগ্ন থেকে মানবিক কার্যক্রম দেখে এর ভূয়সী প্রশংসা করে এর সাথে সামিল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছাউদ্দীন আহমেদ টিপু তার বক্তব্যে, এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস, অনলাইন জুয়া,গেমস সহ নানা অপকর্ম থেকে মুক্ত রাখার জন্য এলাকায় একটি পাঠাগার নির্মাণের প্রস্তাব করেন। সে ক্ষেত্রে যত প্রকার সহযোগিতা প্রয়োজন তা তিনি করবেন বলে আশ্বাস দেন।
কম্বল হাতে পেয়ে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষা করে দিন যাপন করা প্রতিবন্ধী ঝিলু বেগম (৪৫) বলেন, এবছর শীতে অনেক কষ্ট করছি। যে কম্বল পাইছি তা দিয়া সামনের ১০ বছর কাডাইয়া দেতে পারমু। ঝিলু বেগমের মতো ভিক্ষা করে দিনযাপন করা অন্তত ৩ জন সুবিধা ভোগী সহ সকলে কোম্বল পেয়ে খুশি হয়ে তারা স্বস্তি প্রকাশ করেছে।
পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, আজকে আমরা এই শীতবস্ত্র বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি পুরো শীত জুড়েই আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। তাই সম্মানিত দাতাদের এই সংগঠনের দিকে সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানাই।

আপনার মতামত লিখুন :