ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীর হাজারীবাগে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ দুপুর

রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমি (৩০)। তিনি এনসিপির ধানমন্ডি শাখার সক্রিয় নেত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার দলীয় পদ জানা যায়নি।

প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদেরকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার করে। তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। 

তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে আর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Link copied!