কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ১৫ নভেম্বর, ২০০৭ সাল। এই দিন রাত নয়টায় সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় আঘাত হানে সুপার সাইক্লোন ঘূর্নিঝড় সিডর। লন্ডভন্ড হয়ে যায় উপকূলীয় জনপদ। এখনও নিখোঁজ রয়েছে মানুষ। বিধ্বস্ত হয় ঘর-বাড়ি, মসজিদ-মন্দিরসহ স্কুল ও কলেজ। নষ্ট হয়ে যায় ফসলি জমি। বিলীন হয়ে বনাঞ্চল। মারা যায় গবাদি পশু। সেই ক্ষত বুকে নিয়েই আশার বসতি গড়ে তুলেছেন উপকূলীয় বাসিন্দারা। তবে দীর্ঘ সময় পরেও দুর্যোগ মোকাবিলায় টেকসই কোনো সমাধান মেলেনি প্রান্তিক এই জনগোষ্ঠীর।
দুর্যোগের পর তাদের প্রত্যাশা ছিল উঁচু বেড়িবাঁধ নির্মাণ। গত ১৮ বছরেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি বিধ্বস্ত বেড়িবাঁধও সম্পূর্ণ রূপে মেরামত না হওয়ায় চরম হতাশা আর শঙ্কার মধ্যে দিন কাটছে উপক‚লের মানুষের। তারা বলছেন, সিডরে বিধ্বস্ত বেরী বাঁধগুলো আজও পুন: নির্মান হয়নি। এখন দরকার উঁচু ও শক্ত বেড়িবাধ, যাতে সিডরের মতো ঘুর্ণিঝড়ে আর ক্ষতিগ্রস্ত হতে না হয়। তবে সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোর উচ্চতা বাড়াতে প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

আপনার মতামত লিখুন :