কলাপাড়ায় জিয়া কলোনীর ভূমিহীন ১৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জিয়া কলোনীর ভূমিহীন ১৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ পূর্ণবাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। শনিবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে উপজেলার টিয়াখালি ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের পায়রা বন্দরের রাস্তা নির্মাণে উচ্ছেদ আতঙ্কগ্রস্ত জিয়া কলোনীর শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত খাস জমিতে ২২টি পরিবার তাদের বাড়ি-ঘর নেওয়ার ৬ মাস পরেও এখন পর্যন্ত একটি টিউবয়েল বসানো হয়নি। বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অন্যদিকে বাকি পরিবারগুলোর জন্য আন্দারমানিক নদীর তীর ঘেঁষে নদীর একটা অংশ ভরাট করে পুনর্বাসনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। যা বসবাসের উপযোগী হয়। এই জায়গায় বাড়ি ঘর সড়িয়ে নেওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান আরাফাত কন্সট্রাকশনের লোকজন পরিবারগুলোকে হয়রানি করছে। এই পরিস্থিতিতে প্রথম পর্যায়ের ২২টি পরিবারের জন্য অতি দ্রæত বিদ্যুৎ, টিউবয়েল, পুকুর, চলাচলের রাস্তা এবং পানি নিষ্কাশনের ড্রেনেস ব্যবস্থা করা প্রয়োজন। বরাদ্ধকৃত জমির বরাদ্ধ অনুমোদনের কাগজ প্রদান করা। একই সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়রানি বন্ধ করে বাকি পরিবারগুলোর জন্য নদী থেকে যথেষ্ঠ দূরে এবং উঁচু জমিতে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবী জানায়।

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী এর সদস্য সচিব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালী আহবায়ক এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো.ফোরকান হাওলাদার, মো.ইব্রাহিম শিকারী, লাইলী বেগম, কবির হোসেন, জসিম প্যাদা, সালেহা বেগম, আল আমিন খান প্রমুখ।

Link copied!