সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় অসহায় নারী চায়ের দোকানী বিউটি রানী দেবনাথ তার পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘ ৩০ বছর ধরে উলানিয়া লঞ্চঘাট বালুর মাঠে সরকারি জমিতে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করছে। বিউটি রানী দেবনাথ (৪৫) হচ্ছেন একজন স্বামী পরিত্যক্তা।
দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। বিউটি রানী দেবনাথের পিতা অমূল্য দেবনাথ বয়স্ক থাকায় তার পরিবারও বিউটিকে চালাতে হয়। এতে বিউটি রানীর সামান্য উপার্জন দিয়ে হিমসিম খেতে হচ্ছে। স্বামী চলে যাওয়ার পর থেকে সরকারি জমিতে তার চায়ের দোকান হয়ে উঠেছে তার বেঁচে থাকার অবলম্বন। এ বিষয়ে বিউটি রানী দেবনাথ বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন বালুর মাঠে সরকারি জমিতে চায়ের দোকান করে আসছি। আমার দোকানটি উত্তর দক্ষিনে ২০ হাত এবং পূর্ব পশ্চিমে ২০ হাত। আমি সরকার বাহাদুরের কাছ থেকে ডিসিআর নেয়ার জন্য বহু বছর পর্যন্ত ঘুরেছি। সঠিক পথ না পাওয়ায় আমি ডিসিআর পাই নাই। আর এই জমির ডিসিআর না পেলে বৃদ্ধ বাবা ও সন্তানদেরকে নিয়ে আমার পথে বসতে হবে।
এ বিষয়ে উলানিয়া বাজারের বিএনপি নেতা বাবু অবনী বলেন, দীর্ঘ বছর পর্যন্ত জীবন যুদ্ধ করে বিউটি রানী এখানে চায়ের দোকান করছেন। মানবিক দিক থেকে তাকে সহায়তা করার জন্য আমরা আশেপাশের লোকজন তার দোকানে চা পান করতে আসি। সরকার যদি ডিসিআর দেয় তাহলে অসহায় হিসেবে বিউটি রানী এ জায়গার ডিসিআর পাওয়ার হকদার। রতনদী তালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর মুন্সী বলেন, বিউটি রানী অসহায় একজন স্বামী পরিত্যক্তা নারী। সরকারিভাবে যখন যতটুকু পারি তাকে সহযোগিতা করি। উলানিয়া বাজারের সকলেই বিউটি রানীকে ভাল জানে।
গরিব ও অসহায় থাকার কারণে সকলে তার দোকানে চা বিস্কুট খায় এবং সে পরিবার নিয়ে ঐ দোকানের মধ্যেই বসবাস করে। এ বিষয়ে উলানিয়া ইউনিয়ন ভ‚মি অফিসের সহকারী ভ‚মি কর্মকর্তা খলিলুর রহমান বলেন, বিউটি রানীর জায়গা আমি দেখে এসেছি। বেশ অনেক বছর পর্যন্তই বিউটি রানী সেখানে বসবাস করে আসছে। সরকার ডিসিআর দিলে অসহায় স্বামী পরিত্যক্ত হিসেবে বিউটি রানী ঐ জায়গার ডিসিআর পেতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, বিউটি রানী লিখিত আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে। গরিব অসহায় হিসেবে কেউ ডিসিআরের জন্য আবেদন করলে বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে ডিসিআর দেওয়া হবে।

 
                                
                                                                
                                         
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                             
                                                                                             
        
        
        
        
        
        
        
        
       
আপনার মতামত লিখুন :