ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

ঝালকাঠিতে দিনব্যাপী বিতর্কে চ্যাম্পিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ১১:২৬ দুপুর

ঝালকাঠিতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ে দিনভর যুক্তিতর্কের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। দলনেতা তালহা ফেরদৌসের সঙ্গে ছিল বিতার্কিক অরিত্র বড়াল অন্তু ও তনজু কীর্তনীয়া প্রীতম। রানার্সআপ হয়েছে কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয়। দলনেতা অনেজিতা মণ্ডল অথৈর সঙ্গে ছিল বিতার্কিক বন্ধন মজুমদার ও মিসকাত জাহান।  সেরা বক্তা নির্বাচিত হয় অনেজিতা মণ্ডল অথৈ। 

উৎবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে যুক্তির নিরিখে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করার আহ্বান জানান। 

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ঝালকাঠি পর্বে মোট ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো– জেবিআই মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, বাউকাঠী বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়, কীর্ত্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়, সরকারি হচেন্দ্র বালিকা বিদ্যালয়, কালেক্টরেট মাধ্যমিক বিদ্যালয় ও সুগন্ধা মাধ্যমিক বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. বজলুর রশিদ এবং বেদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিত সহকারী শিক্ষক মুনিরা আক্তার। 

প্রতিযোগিতায় ঝালকাঠি সুহৃদ সমাবেশের সভাপতি সোনিয়া আক্তারের নেতৃত্বে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সুহৃদ সম্পাদক মো. আশিক হাওলাদার, কোষাধ্যক্ষ রাতিফুল ইসলাম রুয়াদ, সহসাধারণ সম্পাদক রাজিব চন্দ্র মণ্ডল ও সীমান্ত দত্ত, ক্রীড়া সম্পাদক রাজিবুল ইসলাম রায়হান, সদস্য খালেদা আক্তারসহ অন্য সদস্যরা। 

Link copied!