ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায়   মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা সাড়ে  ১১ টার দিকে বে সরকারি উন্নয়ন সংস্থা আভাস ও তারুণ্যের কলাপাড়া এর আয়োজন করে।

কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহন করেন। এসময় তারা নবায়ন যোগ্য শক্তি ব্যবহার করো, পৃথিবীকে ভালোবাসো। জলবায়ু রক্ষা, জীবন রক্ষা এমন প্লাকার্ড প্রদর্শন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা করেন তারুণ্যের কলাপাড়া’র সভাপতি রাকায়েত আহসান।

তাদের দাবি এখনই সময় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তারা।

 

Link copied!