ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কুয়াকাটার সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৯ বিকাল

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার অদূরে চরগঙ্গামতি সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ১১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশের সদস্যরা এ মরদেহটি উদ্ধার করে। মধ্য বয়সী মৃত এ মানুষটির পরিধেয় একটি সবুজ রংয়ের শর্ট প্যান্ট ছিল। তবে পরিচয় নিশ্চিত পরতে পারেনি পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি জেয়ারের সময় ভেসে এসে চরে আটকে যায়। মরদেহটির কোন কোন অংশে পচঁন ধরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Link copied!