কলাপাড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫, ১০:১১ দুপুর

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আশঙ্কাজনক ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নেমেছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভ‚মি) ইয়াসীন সাদেক।

বুধবার সকালে পৌর শহরের দূর্গন্ধময় ময়লা আবর্জনার মধ্যে নেমে তিনি নিজ হাতে এডিস মশার আবাসস্থল ধ্বংস করছেন। একই সাথে দিনভর পরিছন্নকর্মীরা মশক নিধন অভিযান পরিচালনা করেন।

পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

Link copied!