ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

গুরুতর অসুস্থ সাবেক স্ত্রীর পাশে এ আর রহমান, যা বললেন সায়রাবানু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ১২:২২ দুপুর

বিচ্ছেদ মানে ‘তিক্ততা’ সেটি আবারও ভুল প্রমাণ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক, সুরকার, শিল্পী এ আর রহমান। তাঁর প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য সাবেক স্ত্রী সায়রাবানু নিজেই। সম্প্রতি সায়রাবানুর জটিল এক অস্ত্রোপচারের সময় পাশে ছিলেন এ আর রহমান। ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান ও বিশ্বস্ততার নজির রাখলেন এ সাবেক দম্পতি। এ নিয়ে সায়রাবানুর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।

বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই হাজারো রটনা, গুঞ্জন তাঁদের বিচলিত করেছিল। বিচ্ছেদ ঘোষণার পাঁচ দিন পরই গুঞ্জন-সমালোচনার প্রতিবাদ করে এ আর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন সায়রাবানু। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি জটিল অস্ত্রোপচার হয়েছে সায়রার। সেই সময়ে প্রাক্তন স্বামী রহমানকে পাশে পেয়েছেন তিনি। আর এ নিয়ে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সায়রা-রহমানের বিচ্ছেদ মামলা লড়ছেন যে আইনজীবী, সেই বন্দনা শাহ এই সায়রাবানুর পক্ষে বিবৃতিটি দিয়েছেন।

এতে বলা হয়েছে— ‘শ্রীমতী সায়রা রহমানকে সম্প্রতি গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর। আর এই কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। পাশাপাশি যে বা যাঁরা এই সময়ে পাশে থেকেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সায়রা।’

অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তাঁর স্ত্রী শাহিদার সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সায়রা বানুর। তাঁদের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এ আর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। ওঁদের উৎসাহ-অনুপ্রেরণা জোগানোর জন্য আমি কৃতজ্ঞ।’

মাস তিনেক আগে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এ আর রহমান। নেপথ্যে পরকীয়া সম্পর্কের আন্দাজ টেনে নানারকম আলোচনা-সমালোচনা শুরু করেন নেটিজেনরা। একপর্যায়ে তাঁদের মুখ বন্ধ করতে আইনি নোটিশও দিয়েছেন জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব।

এ ছাড়া রহমান-সায়রার সন্তানেরাও নেটিজেনদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সায়রাবানু নিজেই পোস্ট দিয়েছিলেন, ‘আমি আর রহমান এখনো একে-অপরকে ভালোবাসি। আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা একশো শতাংশ মিউচুয়াল। তাই সকলের কাছে আমার অনুরোধ- রহমান যেমন আছে, ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি। এতটাই ভালোবাসি আমি ওকে, রহমানও তাই। তাই সবার কাছে একটাই অনুরোধ, রটনা রটানো বন্ধ করুন। আমাদেরকে একটু একা থাকতে দিন।

তিনি আরও লেখেন, ‘আমরা তো অফিশিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো। তাই ওঁর নামে কুৎসা রটাবেন না। ১৯৯৫ সালে রহমান ও সায়রাবানুর বিয়ে হয়। দীর্ঘ ২৯ বছরের সেই সম্পর্কে গত বছর নভেম্বর মাসে ভাঙন ধরে। তবে বিবাহ বিচ্ছেদ হলেও সুসম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।

Link copied!