ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

কুমিল্লায় ঘুড়ি ওড়ানোর সময় বজ্রাঘাতে স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:৩৩ দুপুর

কুমিল্লায় বজ্রাঘাতে জমি থেকে ধান কাটতে গিয়ে দুইজন কৃষক এবং ঘুড়ি উড়াতে গিয়ে দুইজন স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলার মুরাদনগর এবং বরুড়া উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। পৃথক মৃত্যুর ঘটনায় দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, সোমবার দুপুরে জেলার বরুড়া থানার খোশবাস ইউনিয়নের পয়ালগুচ্ছ গ্রামে বজ্রাঘাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই এলাকার মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)। 

স্থানীয়রা জানান, দুজনই উপজেলার বড় হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মেঘলা আবহাওয়ায় তারা মাঠে ঘুড়ি উড়চ্ছিল। আকস্মিক বজ্রাঘাতে আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, বজ্রাঘাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

এদিকে সকালে কৃষক নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূঁইয়া জমিতে ধান কাটার কাজ করতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে ধান কাটার সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। তারা হলেন, বাঙ্গরাবাজার থানার দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫) ও কোরবানপুর গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)। 

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি। তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Link copied!