ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আয়োজিত হয়েছে প্রযুক্তিভিত্তিক ফেস্টিভ্যাল টেকট্রন-২০২৫। শুক্রবার (২৫ এপ্রিল) ইউএপি ক্যাম্পাসে দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান এ.এইচ.এম. জাদিদুল করিম, ইউএপি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল প্রমুখ।
বক্তব্যে অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, টেকট্রন একটি দৃষ্টান্তমূলক আয়োজন, যা শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা নয়, বরং বাস্তব জীবনে উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে মানবিক চ্যালেঞ্জের সমাধান বের করে আনুক।
তিনি বলেন, এই জাতীয় উৎসবগুলো একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে। ইউএপি সবসময় এমন উদ্যোগকে উৎসাহ দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
ইউএপি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল বলেন, বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে হলে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তবমুখী জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। ‘টেকট্রন’ সেই দক্ষতাগুলো প্রকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম।
ইইই বিভাগের প্রধান এ.এইচ.এম. জাদিদুল করিম বলেন, টেকট্রন-২০২৫ আয়োজনটি ইইই প্রজেক্ট ক্লাব ও আইইইই ইউএপি স্টুডেন্ট ব্রাঞ্চের যৌথ প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে দেশের ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, রোবোটিকস চ্যালেঞ্জ, পোস্টার প্রেজেন্টেশনসহ নানা প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় অংশ নেয়।
টেকট্রন-২০২৫ এ দেশের ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস চ্যালেঞ্জ, অনলাইন গেমিংসহ নানা প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতা। এই ইভেন্ট তরুণ প্রকৌশলীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিকে বিকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
আপনার মতামত লিখুন :