এসি কততে চালালে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয়?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০৯:৪২ রাত

এসির বিদ্যুৎ বিল কেমন হবে তা নির্ভর করে কোন তাপমাত্রায় এসি চালাচ্ছেন তার ওপরে। অংক কষে এসি চালালে বিল কখনওই বেশি হবে না। ১৮ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ কত বেশি বা কম হবে, সেই খরচের হিসাব জানুন এই প্রতিবেদনে।

গরমের মাসগুলোতে বাড়িতে এসি ব্যবহার এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। যার প্রভাব পড়ে মাসের বিদ্যুৎ বিলে। আর সেই ভয়ে অনেকেই মেপে মেপে এসি চালানোর চেষ্টা করেন। কিন্তু আপনি কি জানেন এসির উচ্চ বিলের নেপথ্যে থাকতে পারে এসি-এর ভুল সেটিং। 

এসির ভুল তাপমাত্রা সেটিংয়ের ফলে আপনার বাড়িতে উচ্চ বিদ্যুৎ বিল আসে। কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনার বিদ্যুৎ বিল অনেক গুণ কমাতে পারবেন। 

এসির তাপমাত্রা ১৮ ডিগ্রি তাপমাত্রায় সেট করা থাকলে কম্প্রেসার বেশি সময় কাজ করে। এতে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে যায়। বিপরীতে, ২৪ ডিগ্রিতে সেট করা হলে সংকোচকারী কম সময় স্থায়ী হয়, যার ফলে বিদ্যুতের বিলে সাশ্রয় হয়।

উদাহরণস্বরূপ ১৮ ডিগ্রিতে প্রতিদিন ১৩ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুত খরচ হয়। অন্যদিকে, ২৪ ডিগ্রিতে তাপমাত্রায় প্রতিদিন ১০.৫ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুত খরচ হয়। ২৭ ডিগ্রি সেলসিয়াসে প্রতিদিন ৯ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়।

এ থেকে স্পষ্ট ১৮ ডিগ্রির তুলনায় ২৪ ডিগ্রিতে চালানো এসি প্রতি মাসে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে, যেখানে ২৭ ডিগ্রিতে এসি চালালে আরও বিদ্যুৎ সাশ্রয় হয়।

গবেষণা অনুযায়ী, এসির তাপমাত্রার হার ১ ডিগ্রি বাড়ালে বিদ্যুতের ব্যবহার ৬ শতাংশ কমে যায়। তাই এসির তাপমাত্রা ২৪-২৭ ডিগ্রি নির্ধারণ করুন। সিলিং ফ্যান ব্যবহার করে কুলিং বাড়ান।

রাতে এসির টাইমার সেট করুন। ঘরের দরজা-জানালা ভালভাবে বন্ধ করে দিন, যাতে ঠান্ডা বাতাস বাইরে বের হতে না পারে। 

 

Link copied!