ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কুয়াকাটা সৈকতে পর্যটকদের বাঁধভাঙা উল্লাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৫, ১১:১৮ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। প্রতিবছর ঈদের পরবর্তী সময়ে সাগর কন্যা কুয়াকাটায় আগমন ঘটে লাখ লাখ পর্যটকের। এ বছর এর ব্যতিক্রম ঘটেনি। টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে সৈকতে বাঁধভাঙা আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। শুত্রবার সকাল থেকে আগত পর্যটকের ভিড়ে টইটুম্বুর হয়ে যায় সৈকতের জিরো পয়েন্ট এলাকা। কেউ সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন, কেউ বালিয়াড়িতে ফুটবল নিয়ে খেলা করছেন, কেউ আবার মেতেছেন জলকেলিতে।

তবে আগত পর্যটকদের সাথে আসা শিশুরা মেতেছে বালু খেলায়। এছাড়া অনেকে স্পিড বোট, ওয়াটারবাইক, ঘোড়া এবং মোটরসাইকেলে ঘুরে দেখছেন সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত । অনেকে ছবি কিংবা সেলফি তুলে রেখে দিচ্ছেন স্মৃতির পাতায়। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের উতাল পাতাল ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য। তবে আগত পর্যটকদের মাঝে বইছে ঈদ উৎসবের আমেজ। এসব পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, এবারের ঈদের ছুটিতে সাগরকন্যা কুয়াকাটার সৈকতে পর্যটকদের ঢল নেমেছে।

এসব পর্যটক সমুদ্র দর্শনের পাশাপাশি রাখাইন পল্লী, রাখাইন মার্কেট, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, ঝাউবাগান, গঙ্গামতির লেক, লাল কাকড়ার চর, লেম্বুর বন,আন্ধার মানিক নদী মোহনা, ফাতরার বনসহ দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়াচ্ছেন। আগতদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছেন পুলিশ সদস্যরা।

তবে পর্যটকরা বলেছেন, ঈদের ছুটিতে কুয়াকাটায় এসে বেশ আনন্দ উল্লাস করেছি। এখানকার প্রকৃতি ও পরিবেশ খুবই ভালো। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, দর্শনার্থী এবং পর্যটক মিলিয়ে কুয়াকাটায় লাখো মানুষের সমাগম ঘটেছে। তারা পর্যটকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক নাজমুল আহসান বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে। এছাড়া সাদা পোশাকের পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। পর্যটন স্পটগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবেন।

Link copied!