ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

জীবন নদীর মাঝখানে আছি বাকী আছে অর্ধেক পথ: এম জহির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ০২:৪৯ দুপুর

জীবন নদীর মাঝখানে আছি
বাকী আছে অর্ধেক পথ।

সম্মুখে যেতে নাহি চায় মন
হারিয়ে ফেলেছি রথ।

মনে চায় যেন পিছু ফিরে যাই
ফেলে আসা ঘাটে ঘাটে।

স্মৃতি গুলো আজ শুধু অমলিন
জীবনের বাটে বাটে।

Link copied!