ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ০১:৫৪ দুপুর

শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। আজ মঙ্গলবার বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে মাহফিল শুরু হয়। আগামীকাল মাহফিলের ১ম দিন। ১৪ মার্চ শুক্রবার বাদ জুময়া তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য- এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। মাহফিলে ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী বলেন- মাহফিলে অংশগ্রহণের লক্ষ্যে মেহমানবৃন্দগণ ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলার সহ যাত্রাপথে আছেন। তাদের যাত্রাপথের ও মাহফিলের সফলতা কামনার পাশাপাশি পীরভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে- ইতোমধ্যে মাহফিলের ময়দান প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করে (পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী)-এর সদস্যগণ নিয়োজিত থাকবে। এছাড়াও ফায়ার সার্ভিস, হারানো মালের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ নির্মাণ করা হয়। অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়।

Link copied!