নারী শিক্ষার্থীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘এতে তোমাদের (শিক্ষার্থী) দুটো লাভ হবে, বাংলাদেশের প্রশাসন কিভাবে চলে তা জানবে এবং কর্ম অভিজ্ঞতা পাবে৷ আমরা আমাদের মন্ত্রণালয়গুলোকে জনগণের সম্মুখে খুলে দেই না। এখন সময় এসেছে মন্ত্রণালয়গুলোকে তোমাদের সামনে খুলে দেওয়ার।’ যৌন হয়রানি রোধে বিশ্ববিদ্যালয়গুলোকে একত্রিত হয়ে কার্যকর কমিটি গঠনের আহ্বানও জানান উপদেষ্টা শারমীন মুরশিদ।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘উচ্চশিক্ষায় যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেই প্রতিবন্ধকতাগুলো দূর করার একটি পদ্ধতিগত পরিবর্তনের উদ্যোগ আমরা শুরুই করব না, সেটাকে বাস্তবায়নের দিকেও নিয়ে যাব। আশা করি সকল অংশীদার-পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারব।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি, যেখানে আমাদের ছাত্র-ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। সমাবর্তন বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয়। এটি সত্য, ন্যায় এবং পরিবেশ রক্ষার প্রতি একটি গভীর দায়বদ্ধতা। শিক্ষা যেন কেবল উপার্জনের উপায় না হয়ে ওঠে। বরং তা বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ বদল, দেশ গড়া এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হতে হবে।
পরিবেশ রক্ষায় নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব। জলাশয় ও বনভূমি দখল ঠেকাতে হবে, সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে প্লাস্টিক দূষণ, শব্দদূষণ, বন উজাড় এবং জলবায়ু সংকটের বিরুদ্ধে।পলিথিনের বদলে পাটের ব্যাগ ব্যবহার, শব্দদূষণ পরিহার, বন ও নদী রক্ষা এবং প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণ করার তাগিদও দেন তিনি।
এবারের সমাবর্তনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ৫টি বিভাগের মোট ৬৮৪ জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পান।নারীদের উচ্চশিক্ষায় অবদান রাখতে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
আপনার মতামত লিখুন :