দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন এবার আরও বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে একসঙ্গে কাজ করবেন এবং তাদের সিনেমাটির বাজেট হবে ৮০০ কোটি রুপি। তবে, এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, আল্লু অর্জুনের পারিশ্রমিক হিসাবে ১৭৫ কোটি রুপি দেওয়া হবে। এই প্রকল্পের প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে, পরিচালক অ্যাটলি তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।
এছাড়া, সিনেমাটির নির্মাণ ব্যয় আনুমানিক ২০০ কোটি রুপি নির্ধারিত হয়েছে এবং ২৫০ কোটি রুপি খরচ করে অত্যাধুনিক ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে সিনেমার ক্যানভাস তৈরি করা হবে। নির্মাতারা এই সিনেমাকে একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার হিসেবে উপস্থাপন করতে চাইছেন এবং বিশ্বব্যাপী এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
মজার ব্যাপার হলো, একই সময়ে এসএস রাজামৌলি পরিচালিত মহেশ বাবুর সিনেমাটির বাজেট প্রায় ১০০০ কোটি রুপি। আজ, ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে এই সিনেমার ঘোষণাটি সকাল ১১টায় দেওয়া হবে, যা তার ভক্তদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত।
আপনার মতামত লিখুন :