ফিফার কাছে বাংলাদেশের প্রশংসা করে যা বললেন ব্রাজিলিয়ান সিজার

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চলাকালীন ঢাকা সফর করে গেছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের সাবেক সুপারস্টার গোলরক্ষক হুলিও সিজার। দুই দিনের সেই সফরে সিজার হাতেগোনা কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন, বাফুফে ভবনে নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাত, ফটোসেশন, ভবন সংলগ্ন টার্ফে বিভিন্ন ক্লাবের গোলরক্ষক এবং নারী ফুটবলারদের টিপস প্রদান, আনুষ্ঠানিক মিডিয়া ব্রিফিং এবং বাংলাদেশ ও বুরুন্ডির মধ্যকার বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল দেখাই ছিল বাংলাদেশ সফরে সিজারের কর্মসূচির মধ্যে।

 

সিজারকে ঢাকা সফরের জন্য মনোনীত করেছিল ফিফা। কারণ, ব্রাজিলের এই সাবেক তারকা গোলরক্ষক এখন ফিফার লিজেন্ডারি হিসেবে বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। এক কথায় হুলিও সিজার এখন আপদমস্তক ফিফার লোক। বাংলাদেশ সফর করে ফেরার পর সিজার দীর্ঘ এক সাক্ষাতকার দিয়েছেন ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ফিফা ডট কম-এ। সেখানে তিনি বাংলাদেশের মানুষ ও ফুটবলের ভূয়সী প্রশংসা করেছেন।

 

২০ বছরের পেশাদার ক্যারিয়ারে সিজার পাঁচটি দেশে থেকেছেন এবং আন্তর্জাতিক খেলায় অংশ নিতে অনেক দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশ সফর ছিল এই ব্রাজিলিয়ানের নতুন অভিজ্ঞতা। ফিফাকে দেয়া সেই সাক্ষাতকারে বাংলাদেশ সফরে নিজের অভিজ্ঞতা এবং ভালো লাগাগুলো উল্লেখ করেছেন তিনটি বিশ্বকাপ খেলা এ গোলরক্ষক।

 

 

আপনার মতামত লিখুন :