৩০ কেজি চালে ৩ কেজি চুরি, আ’লীগ নেতাকে জরিমানা
প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৩০ কেজি চালের স্থলে ২৭ কেজি করে চাল দেওয়ায় মাহাবুবুর রহমান নামের এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ডিলার মাহবুবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন বলেন, ‘ডিলার মাহবুবুর রহমান জনপ্রতি আড়াই কেজি থেকে ৩ কেজি করে চাল কম দিচ্ছিলেন। চাল কম দেওয়ার কথা স্বীকার করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং চাল গ্রহণকারী প্রত্যেককে তাদের প্রাপ্য অবশিষ্ট চাল ফেরত প্রদানের নির্দেশনা দেওয়া হয়।’ তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ‘ওএমএসের চাল কম দেওয়ার জন্য ইউনিয়ন ডিলার মাহবুবুর রহমানকে জরিমানা করেছেন এসি ল্যান্ড। ডিলার মাহবুবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে তাকে চাল কম না দিতে কয়েকবার অনুরোধ করা হলেও তিনি শোনেননি। ’
স্থানীয়রা জানান, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে ১০ টাকার চাল বিক্রি করছিলেন স্থানীয় ডিলার ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান। তিনি ৩০ কেজি চালের টাকা নিয়ে জনপ্রতি ২৭ কেজি করে বিক্রি করছিলেন।
এমন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন। এ সময় তিনি ক্রয় করা কয়েকজন হতদরিদ্র ব্যাক্তির চাল ওজন দিলে প্রতিটিতেই প্রায় ৩ কেজি করে চাল কম দেয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং চাল গ্রহণকারী প্রত্যেক ব্যাক্তিকে তাদের প্রাপ্য অবশিষ্ট চাল ফেরত প্রদানের নির্দেশনা দেন।