সোনারগাঁও এলাকা থেকে মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মোঃ রাসেল (৩০)’কে বিপুল পরিমাণ চোরাই মোবাইলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাচঁপুর এলাকায় ১৩/০৭/২০২৩ তারিখ ১৮৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা ১। মোঃ রাসেল (৩০), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-গুলিশা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরকে ১০২ টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই মোবাইলফোনসহ হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে দীর্ঘদিন যাবৎ রাজধানী এবং নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এছাড়াও তার চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের জন্য নারায়ণগঞ্জ জেলায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :