লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩

জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পুষ্পাঘ্য অর্পণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কুচকাওয়াজ প্রদর্শন হবে। এছাড়া দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।