র্যাব-৩ এর অভিযানে রাজধানীতে দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২২

র্যাব-৩ এর অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা হতে ০২ টি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হাফিজ উদ্দিন শেখ গ্রেফতার।
রাজধানীর খিলগাঁও এলাকা হতে ০২ টি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হাফিজ উদ্দিন শেখ(৫১), পিতা-মৃত মুসলিম শেখ, সাং-ধীরপুর, থানা-টংগীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জকে ২৮/১০/২০২২ তারিখ ১৯১০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামীর বিরুদ্ধে সিআর এবং অর্থ-ঋণজারী মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে। মামলার পর থেকে সে রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।