আলীরটেক মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আলীরটেক ফিরোজা খাতুন মহিলা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে আলীরটেক মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ আতাউল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিরুজা খাতুন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য এসবি শাহীন সরকার,কাশিপুর হাজীপাড়া মাদ্রাসার মুফতি আব্দুর রহমান, সমাজসেবক আব্দুল কাদির, হাজ্বী হাবিবুল্লাহ সরকার,মোঃ ওয়াদুদ,তারা মিয়া প্রমুখ।

 

প্রধান অতিথি জিন্নাহ বলেন,তোমরা ভালভাবে দাখিল পরীক্ষা দিয়ে কামিয়াব হয়ে মাদ্রাসার সুনাম সারা দেশে ছড়িয়ে দিবে।মাদ্রাসার সকল উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। পরে বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শীতার্ত দের মাঝে কম্বল বিতরন করেন অতিথি বৃন্দ।

আপনার মতামত লিখুন :