নতুন বই : জবি শিক্ষক সাজিয়া আফরিনের প্রথম গ্রন্থ ভিনসেন্ট ভ্যানগগ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ পেয়েছে বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যানগগের জীবন এবং তার চিত্রকর্মের ওপর সাজিয়া আফরিনের বই ‘ভিনসেন্ট ভ্যান গগ’। গ্লসি পেপারে তৈরি ১৩৫ পৃষ্ঠার বইটি ৩৭৫ টাকায় পাওয়া যাচ্ছে বাঙ্গালা গবেষণা প্রকাশনার ৩৮১ নম্বর স্টলে। সাজিয়া আফরিন জানান, বইটিতে আছে ভিনসেন্ট ভ্যানগগের পরিচয়, ভ্যানগগের জীবন সংগ্রাম, তার বিশ্ববিখ্যাত শিল্পকর্ম, ভ্যানগগের খ্যাতি, দেশ-বিদেশ ভ্রমন এবং কৃতিত্বের কথা।

সাজিয়া আফরিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে বি.এ.অনার্স এবং এম. এ. মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মহামান্য রাষ্ট্রেপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ এবং কলা অনুষদ থেকে ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণারত আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তার কিছু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। তিনি বাংলা ইংরেজি দৈনিক পত্রিকা এবং জার্নালে নিয়মিত লেখালেখি করেন।

আপনার মতামত লিখুন :