বান্দরবানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২০

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় প্রস্তুতিমূলক সভা উপলক্ষে বান্দরবান স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব অজিত কান্তি দাশ। এই সময় আরো উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জনাব আবুল কালাম মুন্নাসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কে সুন্দর ও সার্থক মণ্ডিত করে সফল করার জন্য বিভিন্ন পরামর্শ করেন। সকলে আশা করেন প্রত্যেকটা কর্মীর আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা পাশে থাকলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কে সুন্দরভাবে সফল করে বান্দরবানের রাজনৈতিক কর্মকাণ্ড কে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
আর তাতে করে সকল তরুণ সমাজ সুন্দর ও সুস্থ রাজনীতির প্রতি ধাবিত হবে। ফলে এগিয়ে যাবে রাজনৈতিক অঙ্গন। তাই প্রত্যেকটা কর্মীকে এই অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয় এবং অনুষ্ঠানের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া নিরাপত্তার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়।