আগামীকাল ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি
প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীজুড়ে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এ ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনেছে। হরতাল আহ্বান করে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচন আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। রাজধানীবাসী তাদের অধিকার রক্ষা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের মদদে ঢাকা সিটির নির্বাচনের এ ফল হয়েছে, এটা সুস্পষ্ট। আমাদের আশঙ্কা ছিল সরকার আগের মতোই এ নির্বাচনেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করবে। তারা তা করেছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে সরকার সব দখল করেছে। সচেতনভাবেই সরকার গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করছে। তিনি বলেন, এ সরকারের অধীনে আর কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইসি একটি অযোগ্য প্রতিষ্ঠান। আওয়ামী লীগ সরকার দলীয়করণ করে নির্বাচনকে প্রভাবিত করেছে, তারা ভোট লুট করেছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি।