ভোটারদের কম উপস্থিতির কারণ বিশ্লেষণ প্রয়োজন: তাপস
প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২০

ভোটারদের উপস্থিতি কেন কম সেটা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ভোটার কেন কম সেটা বিশ্লেষণ করবে বিশ্লেষকরা। তবে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে। ভোটারদের ভোট দেওয়ার জন্য বেরিয়ে আসা উচিত। শনিবার দুপুরে রাজধানীর গ্রীনরোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভোটার বেশি হলে আরও বেশি ভোটে জয় পেতে পারতাম বলে মনে করি। তারপরও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আর কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেওয়াসহ বিএনপি প্রার্থীদের অভিযোগগুলোকে অমূলক দাবি করেছেন তাপস। শেখ তাপস বলেন, তাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে সব জায়গায় হয়তবা এজেন্ট দিতে পারেনি। কেন্দ্র দখলসহ তারা যেসব অভিযোগ করছে সেগুলো সত্য নয়। এসব অভিযোগ অমূলক। তবে আমি আশা করেছিলাম ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার হার অন্তত ৬০ শতাংশ হবে। শেষ মুহূর্তে ভোটার উপস্থিতি বাড়বে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।