করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ও আল্লাহর সাহায্য কামনায় আমাদের করণীয়
প্রকাশিত : ২০ এপ্রিল ২০২০

🔴🔸করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ও আল্লাহর সাহায্য কামনায় আমাদের করণীয় 🔸🔴
++++++++++++++++++++++++++++++ ++
বিশ্ববাসীর এই মহা দুর্যোগ মুহুর্তে বিশ্ব মানবতার মুক্তির জন্য, করোনা ভাইরাস নামক আল্লাহর এই আজাব থেকে আমাদের মুক্ত করতে ও আমাদের রুগীদের সুস্থ করতে নিম্নের আমলটি খুবই গুরুত্বপূর্ণ।
(((আশা করবো, সবাই মনোযোগ দিয়ে পড়বেন ও প্রচুর শেয়ার করবেন যেন সর্বত্র ছড়িয়ে পড়ে…….)))
আমি মনে করি, এই মুহূর্তে করোনার আজাব থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে একনিষ্ঠ তাওবা ছাড়া কোন উপায় নেই। তাই করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে ও করোনা রুগীকে সুস্থ করতে নিম্নের কাজগুলো অবশ্যই পালন করার চেষ্টা করুন।
🔴 আর নিম্নের দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন🔴
০১। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি, ওয়া মিন সাইয়্যিয়িল আসক্বম এই দোয়াটি পাঠ করুন।
০২। প্রতিদিন সুরা ফাতিহা ০৭ বার, সুরা ইখলাস ০৩ বার, সুরা ফালাক ০১ বার, সূরা কাফিরুন ০১বার এবং সুরা নাস ০১ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করুন ও সারা শরীরে ফু দিন ।
৪. প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুণ ও সারা শরিরে ফু দিন।
৫. প্রতিদিন কমপক্ষে ২ রাকায়াত নফল নামাজ পড়ে কায়মনোবাক্যে এই ত্যাগের বিনিময়ে আল্লাহর কাছে নিজের প্রাণ ভিক্ষা চান।
++++++++++++++++++++++++++++++ ++
বিঃদ্রঃ এই অভিমতটি কুরআন ও হাদিস থেকে গবেষণালব্ধ আমার একান্ত নিজের অভিজ্ঞতা থেকে লিখলাম।
যেমন-
🔺হযরত ইউনুস আঃ এর সম্প্রদায় আল্লাহর কাছে একনিষ্ঠ তাওবা ও আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়েছিলেন।
🔺 হযরত মুসা আঃ এর সম্প্রদায়ও তাওবা করার কারণে কয়েকবার আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়েছিলো। যদিও তারা বারবার আল্লাহর সাথে নাফরমানী করতো।
🔺 হযরত ইব্রাহিম আঃ এর স্ত্রী হযরত সারা আঃ এর উপর যখন মিশরের বাদশা কুদৃষ্টিতে হাত বাড়িয়েছিল তখন বাদশার হাত প্যারালাজড হয়ে গিয়েছিল। এভাবে ২বার তাকে সাধারণ ক্ষমা করা হয়েছিল যখন তৃতীয়বার আবার সেই একই অপরাধ করতে হাত বাড়িয়েছিল তখন বাদশার সমস্ত শরীরটাই বিকলাঙ্গ হয়ে যাচ্ছিলো এই মুহূর্তে বাদশা একনিষ্ঠভাবে আবার তওবা করেছিল এবং ভবিষ্যতে আর করবেন না বলেও প্রতিজ্ঞা করেছিলো তখনই কেবল আল্লাহ তাকে আবার ক্ষমা করে দিয়েছিলেন ফলে বাদশা সুস্থ হয়েছিল। এই প্রতিজ্ঞা না করলে হয়ত বাদশা চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে যেত ও গোটা রাজ্যও ধ্বংস হয়ে যেত।
এর থেকেই প্রমান হয়, আল্লাহর কাছে একনিষ্ঠ আত্মসমর্পণ, সঠিক তাওবা ও ভবিষ্যতে ঐ খারাপ কাজ আর করবো না এই ওয়াদার মাধ্যমে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়া সম্ভব ।
আমি আশাবাদি, এভাবে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলে আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের উপর রহম করবেন ইনশাআল্লাহ । আল্লাহ আমাদের সহায় হোন আমিন।
++++++++++++++++++++++++++++++ +
বেশি বেশি শেয়ার করে এটি ছড়িয়ে দিন।
++++++++++++++++++++++++++++++ ++
🔸মহান আল্লাহর একান্ত করুণা কামনায়-
ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর
চেয়ারম্যান
সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ