কুয়াকাটায় অনুষ্ঠানি ভাবে যাত্র শুরু করেছে সী-ওয়াটার বাস
প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের নৌ-ভ্রমনে নতুমাত্র যোগ হয়েছে সী-ওয়াটার বাস। প্রায় ১০০ জনের ধারনক্ষতা এ ওয়াটার বাসটি অনুষ্ঠানি ভাবে যাত্র শুরু করেছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে মৎস্যবন্দর মহিপুরে আছর নামাজ বাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম,সী-ওয়াটার বাস সত্বাধীকারী হোসাইন আমির ও জনি আলমগীর সহ আরো অনেকে। এ ওয়াটার বাস সুন্দরবন, চরবিজয়, সোনারচর, ফকিরহাট, লালদিয়া, ফাতরারবন, পায়রা বন্দরসহ কুয়াকাটা সমুুদ্র পথে এক সাথে ১০০ জন ভ্রমন পিপাসুদের নিয়ে ভ্রমন করা যাবে বলে সী-ওয়াটার বাস সত্বাধীকারী হোসাইন আমির জানান।