পটুয়াখালীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০

পটুয়াখালীতে আল জামান সাইম (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহ‌রের সবুজ বাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সা‌য়েম পটুয়াখালী লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো। নিহত সায়েম কলাপাড়া এলাকার বাসিন্দা মৃত্যু. মো. রফিকুল ইসলামের ছেলে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম জানান, সা‌য়েম‌কে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার এসআই মেহদী জানান, সবুজ বাগ এলাকার হোসাইনের বাসার ভাড়াটিয়া ছিলো মা ও ছেলে। ভাড়া বাসায় থেকেই শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো সাইম ।সন্ধ্যায় মার কাছে টাকা চায় সায়েম ,মা টাকা না দিয়ে নামাজ পড়তে দাড়ায়। এ সুযোগে মা টাকা না দেয়ায় অভিমানে গলায় রশি দিয়ে ঝুলে আত্নহত্যা করে সায়েম। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :