কলাপাড়া বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ২২ মার্চ ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর অডিটোরিয়ামে উপজেলা, পৌর, মহিপুর থানা ও কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার । এ সময় কলাপাড়া উপজেলার বিএনপি’র ৪টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম ও সমস্যাগুলো তুলে ধরেন। পরে দোয়া মিলাদ এবং ইফতার আনুষ্ঠিত হয়।