মাওলানা মির্জা এনায়েতুর রহমান কমপ্লেক্স দীনিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার

প্রকাশিত : ১২ মার্চ ২০২৫

বরিশাল মহানগরীর রূপাতলীস্থ হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান কমপ্লেক্স দীনিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার পৃষ্ঠপোষক ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) এর দোয়া ও এজাযতে অত্র ইফতার মাহফিলে সভাপতিত্ব ও দোয়া মুনাজাত পরিচালনা করেন স্টীমারঘাট জামে মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা মির্জা শরফুদ্দীন বেগ সাহেব।

ইফতার মাহফিলে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও অত্র কমপ্লেক্সের পরিচালক ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহর খতিব আলহাজ¦ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ নেছার উদ্দীন (বাবুগঞ্জী হুজুর), বরিশাল জেলা জমইয়াতে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মির্জা সায়েমুর রহমান বেগ, প্রতিষ্ঠানের নায়েবে মুহতামিম মাওলানা মির্জা ইয়াসিন রহমান গালিব, প্রতিষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক আক্কাস প্রমূখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আলহাজ¦ মির্জা কেফায়েতুর রহমান বেগ, মির্জা শোয়াইবুর রহমান বেগ ও মির্জা বরকতুর রহমান বেগ প্রমূখ।

আপনার মতামত লিখুন :