কলাপাড়ায় অনুমোদনহীন ঔষধ জব্দ, বিক্রেতাকে অর্থদন্ড

প্রকাশিত : ২ মার্চ ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় খোলা বাজারে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির দায়ে কাওসার (২৫) নামের এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুুর ২ টার দিকে পৌর শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে আটক করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.ইয়াসিন সাদেক।

তিনি জানান, আটক কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪১ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আর জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। কাওসারের বাড়ি বরগুনা জেলার আমতলীতে।

উল্লেখ্য সে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসিতে অন্তত শতাধিক কোম্পানির ঔষধ একটি অটোরিক্সা নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করছিল। যার মধ্যে রয়েছে যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ, এন্টিবায়োটিক। এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এভাবে বিক্রি নিষেধ বলে জানিয়েছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন ফারিয়া’র প্রতিনিধিরা।

 

আপনার মতামত লিখুন :