পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সাম্প্রতিক ঘটনায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কর্র্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শহীদুল্লাহ ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) জার্জিস তালুকদার, সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। তারা ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের নিখোঁজের পর তাকে খুজে পাওয়াসহ চলমান আন্দোলন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। মতবিনিময় সভায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিদ্যুৎ কেন্দ্র কর্র্তৃপক্ষ বলেন, গত ৬ ফেব্রæয়ারি রাতে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর নিখোঁজ হয়। এ ঘটনায় প্লান্টের ৫ কর্মকর্তাসহ স্থানীয় একজনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা করেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লোন্দা সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা। এ নিয়ে আন্দোলনের অংশে বিসিপিসিএল কর্মকর্তা-কর্মচারীদের পরিবহন গাড়ি ভাংচুরের হুমকি দোয় হয়। কিন্তু ৯ ফেব্রæয়ারী পুলিশ অন্তরকে ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এদিকে হুমকির ঘটনায় বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের পরিবার বেশ উদ্বিগ্ন ও অনিরাপদ বোধ করছে। চাইনিজ কর্তৃপক্ষ তাদের কর্মরতদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন রয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধসহ দেশের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনে সকল সংস্থাসহ স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন বলে এ মতবিনিময় সভায় উল্লেখ করেন বিদ্যুৎ কেন্দ্র কর্র্তৃপক্ষ।