শার্শায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার:
বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।