বেনাপোলে ভারতীয় ফেনসিডিল নারী আটক

প্রকাশিত : ৯ ডিসেম্বর ২০২৪

মো. রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সোনিয়া খাতুন (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর ৩টা ৫০ মিনিটে ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। আটক সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেনসিডিল সহ সোনিয়া কে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :