কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে ডাকাত দলের ৬ সদস্য আটক

প্রকাশিত : ৩ ডিসেম্বর ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে ডাকাত দলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে এদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)। এদের মধ্যে দুইজনের বাড়ি গামুরতলা গ্রামে ও চার জনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা যাওয়া ছিলো। সোমবার মধ্যরাতে গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ঘরে থাকা দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের সনাক্ত করলে তাদের স্থানীয়রা আটক করেন।

কলাপাড়া থানা ওসি মো. জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :