কলাপাড়ায় ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ।। তিনটি পরিবহনে জরিমানা

প্রকাশিত : ৫ জুলাই ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৫ জুলাই।। বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পরিবহন কারনে কুয়াকাটা-ঢাকাগামী তিনটি বাসের চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবহন তিনটি হলো আব্বাস, অন্তরা ও মীমজাল। এ সময় ওই তিনটি বাস থেকে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সাড়ে ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি)কৌশিক আহম্মেদ। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরন করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ২০০ কেজি ইলিশ, ২০০ কেজি পোয়া, ১৮০ কেজি ডাডি ও ৪৮০ কেজি লইট্যা মাছ জব্দ করা হয়েছে। যা রাতেই বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। সমুদ্রে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা মধ্যে ওইসব বাসে পরিবহন করার দায়ে তিনটি বাসের চালককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :