ভূমির বণ্টন নামা ডিজিটালাইজড করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩

পারিবারিক দ্বন্দ্ব দূর করতে ও ভোগান্তি রোধে ভূমির বণ্টন নামা ডিজিটালাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ মার্চ) সকালে বিআইসিসিতে জাতীয় ভূমি সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার ফলে ভূমি খাতে প্রতিদিন ৫ কোটি টাকা আদায় হচ্ছে। এ পর্যন্ত ৭৭০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, রূপকল্প ২০২১ অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে বর্তমান সরকার। বিএনপি জামায়াতের কাজ ধ্বংস করা আর আওয়ামী লীগ সৃষ্টির মাধ্যমে জনগণকে সেবা করে বলেও মন্তব্য করেন তিনি।