নেপাল ছাড়াও অন্য যেসকল দেশের নাগরিক ছিল বিমানটিতে
প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৩

সকালে পোখারায় বিধ্বস্ত হওয়া 9N ANC ATR 72 বিমানটিতে মোট ১৫ জন বিদেশি নাগরিকসহ মোট ৭২ জন ছিলেন। ৭২ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান জানায়, ৪ জন কেবিন ও ক্রুসহ ৫৭ নেপালি, ৫ ভারতীয়, ৪ রাশিয়ান, ২ কোরিয়ান, ১ অস্ট্রেলিয়ান, ১ আইরিশ, ১ আর্জেন্টিনীয় এবং ১ জন ফরাসি বিমানটিতে ছিলেন। বিমানটি স্থানীয় বিমানবন্দর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।
এই পর্যন্ত, ধ্বংসস্তূপের স্থান থেকে ৩২ টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মীরা এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷