কলাপাড়ায় জেলেদের অংশগ্রহনে হাডুডু খেলা
প্রকাশিত : ১ এপ্রিল ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের অংশগ্রহনে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন জাটকা সংরক্ষণ সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে মহিপুর মৎস বন্দর একাদশ ও আলীপুর মৎস বন্দর একদশ নামের দু’টি দল অংশগ্রন করে। প্রায় ঘন্টা ব্যাপী হাড্ডাহাডি প্রতিযোগীতায় আলীপুর একাদশকে হারিয়ে মহিপুর একাদশ বিজয়ী হয়। খেলা দেখতে উৎসুক জনতার ভীড় ছিলো বিদ্যালয় মাঠ জুড়ে কানায় কানায়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, সহকারি গবেষক বখতিয়ার রহমান সহ স্থানীয়় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপক‚লীয় জেলা উপস্থিত ছিলেন। এর আগে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।