নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে: তাবিথ আউয়াল

প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০

নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি একথা বলেন। তাবিথ আউয়াল বলেন, গতকালের পরিস্থিতি ছিল মেনে নেওয়ার মতো। আজকেও তাই হবে বলে আশা করছি। এখন পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ আছে।

 

বিএনপি মনোনীত এই মেয়রপ্রার্থী বলেন, ‘আমরা কিছু বিষয়ে অভিযোগ করেছি। নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় আমরা তা দেখার অপেক্ষায় আছি। তবে বলতে পারি প্রতিনিয়ত পরিস্থিতি বদলাচ্ছে। আজকে আমরা বলতে পারি সবকিছু শান্তিপূর্ণ আছে। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তাবিথ বলেন, ‘যেখানেই যাই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আজকে যেখানে এসেছি এখানেও জনগণ সকাল থেকে অপেক্ষায় ছিল। আমরা দেখছি সাধারণ নাগরিকরা অনেক উৎফুল্ল মনে এগিয়ে আসছে। আমরা যেরকম সাড়া পাচ্ছি, এতে বিশ্বাস করি যদি আগামী ৩০ জানুয়ারি এরকমভাবে শৃঙ্খলা থাকে তাহলে আমাদের নিশ্চিত বিজয় হবে।

 

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে ঢাকা উত্তরের এই মেয়রপ্রার্থী বলেন, ‘পূজার দিন নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এ বিতর্ক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে তারা হাস্যকর ও অসম্মানজনক মন্তব্যও করছেন। পূজার দিনে নির্বাচন কারো জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

আপনার মতামত লিখুন :