সরস্বতী পূজার দিনে ভোট হিন্দুদের অনুভূতিতে আঘাত: তাবিথ আউয়াল

প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০

সরস্বতী পূজার দিন নির্বাচন দিয়ে সরকার সংখ্যালঘুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এর প্রতিবাদে ৩০ জানুয়ারি ধানের শীষে ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় পশ্চিম তেজতুরি বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। এর আগে বেলা ১১টায় বসুন্ধরা সিটি মার্কেটের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন তিনি।

 

তাবিথ বলেন, ‘আমাদের আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন সরকারের কথা শুনে দুর্গাপূজার মাঝখানে রংপুরে নির্বাচন দিয়েছিল। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা তখনও কিন্তু আঘাত পেয়েছিলেন। আবার সিটি নির্বাচনেও দেখছি ওনারা (সরকার) সরস্বতী পূজা বানচাল করার জন্য নির্বাচন দিয়েছে। এখানে অন্যকিছুকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু ধর্মকে প্রাধান্য দেওয়া হয়নি। নির্বাচনি পরিবেশ ক্ষণে ক্ষণে রূপ বদলায় উল্লেখ করে তিনি বলেন, ‘সকালে প্রচারণা চালাতে পারলেও বিকালে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়।

 

বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, ‘ঢাকা সিটির ৩০ লাখ ভোটার ইভিএম সম্পর্কে জানে না। তাছাড়া এটি একটি বিতর্কিত ও ত্রুটিপূর্ণ পদ্ধতি। ইভিএম দিয়ে ভোট চুরি করা যায়। ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালটেই ভোট দেওয়ার দাবি করছি।

 

এ সময় তার নির্বাচনি গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সহসভাপতি মুনসী বজলুল বাসিদ আঞ্জু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ বিএনপি ও এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :