সাংবাদকর্মী’র মায়ের দশমিনায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দ্যা এশিয়ান এইজ প্রতিনিধি নিপুন চন্দ্রে’র মা ললিতা রানী’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আরজবেগী গ্রামে মেয়ের জামাই বাড়িতে বিকাল সাড়ে ৪টায়।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় বার্ধক্যজনিত কারনে উপজেলা আরজগেী গ্রামে মেয়ের জামাই বাড়িতে পরলোক গমন করেছেন (“ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু “) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। মৃত্যুকালে স্বামী, এক পুত্র ও দুই কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যু ললিতা রানী উপজেলার বহরমপুর ইউনিয়ানের উত্তর বহরমপুর গ্রামের ডাঃ নগেন চন্দ্রের সহধর্মীনী।
সংবাদকর্মীর মা’য়ের মৃত্যুতে উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দশমিনা থানা, উপজেলায় কর্মরত সকল সাংবাদিক, উপজেলা সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুর নাহার খান ডলি, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।