নিবন্ধন ও ডিক্লারেশন পেয়েছে সাপ্তাহিক “রাজনগর বার্তা”

প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : জেলার রাজনগর উপজেলা থেকে প্রকাশিত ও প্রচারিত একমাত্র সরকার অনুমোদিত পত্রিকা সাপ্তাহিক “রাজনগর বার্তা” গত ২৯ ডিসেম্বর ২০১৯ ইং রোববার বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের নিবন্ধন শাখা থেকে নিবন্ধন লাভ করে এবং গত ১৩ জানুয়ারী ২০২০ ইং সোমবার ডিক্লারেশন লাভ করেছে। ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিষ্ট্রেশন) আইনের ৭ ধারা অনুসারে প্রদত্ত ডিক্লারেশন এর প্রেক্ষিতে জেলা প্রশাসক নাজিয়া শিরিন রাজনগর বার্তার সম্পাদক আক্তার হোসেন সাগরের হাতে পত্রিকা প্রকাশের অনুমতি পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শহীদ বকস, সাপ্তাহিক রাজনগর বার্তার নির্বাহী সম্পাদক আহমদউর রহমান ইমরান ও সংবাদকর্মী শেখ মিরাজ আহমদ প্রমূখ।

 

রাজনগর বার্তা পত্রিকার ডিক্লারেশন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন সাগর বলেন, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ‘আমি খুবই আনন্দিত যে রাজনগর বার্তা পত্রিকাটি সরকারি অনুমোদন হয়েছে । এ জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রাজনগর বার্তা পত্রিকা’র নিবন্ধন ও ডিক্লারেশন পেতে যারা নানা ভাবে সহযোগিতা করছেন তাঁদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শহীদ বকস।

 

তিনি আরো বলেন, আরো কৃতজ্ঞতা জানাচ্ছি তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. হাসান মাহমুদ, তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল মালেক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ইশতিয়াক হোসেন, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের এডিশনাল আইজি, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানা, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার, রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম খান, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমেদ, দৈনিক মৌমাছির কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজ ইসলাম সিরাজ।

 

সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সম্পাদক মৌসূফ এ চৌধুরী, রাজনগর বার্তা পত্রিকার উপদেষ্টাবৃন্দ, ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদসহ যারা নিবন্ধন ও ডিক্লারেশন পেতে যে ভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পত্রিকাটি সব সময় জনগণের মুখপাত্র হিসেবে কাজ করবে। পত্রিকাটি শিঘ্রই পাঠকের হাতে পৌছে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এ জন্য সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা শুভানূধ্যায়ীদেরকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন :