মৌলভীবাজারে নিয়মিত নামাজ আদায় করলেই পুরস্কার
প্রকাশিত : ৭ জুলাই ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি কলেজ মসজিদে মুসলিম যুব সমাজ” ২নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ৪০দিন নিয়মিত জামাতের সহিত নামাজ আদায়কারীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে।
নিয়মিত নামাজ আদায়কারী মোঃ আরাফাত রহমান সানি, রাব্বি শেখ, মোঃ রিফাত, আরিয়ান রহমান, সায়মুল আজাদ সানী, শাহ ইমতিয়াজ হক শাফী, সোহান আহমেদ, মিলাদ মিয়া, মোঃ রাব্বি, মোঃ ছাদিকুর রহমান হৃদয় ইফতেষারুজ্জামান মাহি, মুরাদ ও অলি উলাহসহ ১৩জনকে পুরস্কার স্বরূপ “গিয়ার বাইসাইকেল” অতিথি হিসাবে তুলে দেন মৌলভীবাজার সরকারি কলেজ এর অধ্যক্ষ ড.ফজলুল আলী, ২নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ আসাদ হোসেন মক্কু, কলেজ মসজিদের ইমাম মুফতি আব্দুল মুকিত মামুনসহ এলাকার মুসল্লীরা।
মিরাজ হোসেন হাজারী বাবু, সাব্বির হোসেন হাজারী জিসানসহ এ কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুসল্লীরা । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফাহাদ বিন সালাম, নাইম হাজারী, তানভীর তালুকদার, সিতার আহমেদ, রাহাদ বিন সালাম ও শেখ শান্ত প্রমুখ।