এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ থেকে মানসিক ভাবে অসুস্থ মেয়েটি হারিয়ে গেছে

প্রকাশিত : ৪ মে ২০২১

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: নাম শাকিলা আক্তার, পিতা ও মাতা অজ্ঞাত, বয়স ঃ ১৫-১৬ বছর, উচ্চতা ঃ ৪’-১১’’, গায়ের রং ফর্সা, পরনে ছিল ঃ কালো সবুজ বল পিন্ট সেলোয়ার কামিজ। চশমা ব্যবহার করেনা। গত ২ মে রাত ৯টায় মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্যুৎ চলে গেলে শাকিলা আক্তার পালিয়ে যায়।

অনেক স্থানে খোঁজাখুজির পর তাকে না পেয়ে। ( যোগাযোগ ঃ ০১৭২১-৯৫২১৬৮/০১৭৩৪-৯৩৩৮৪৪, অথবা সদর মডেল থানায় অবহিত করার জন্য অনুরোধ জানিয়ে বিস্তারিত উলে­খ্যসহ মৌলভীবাজার সদর মডেল থানায় জি.ডি ( নং- ১০৩, তারিখ ঃ ০৩/০৫/২০২১ইং) করা হয়েছে। মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার ( উপপরিচালক) রাশেদুজ্জামান চৌধুরী জানান- মেয়েটি মানুষিক ভাবে সমস্যাগ্রস্থ ছিল।

সে ইতিপূর্বে সরকারী শিশু পরিবার, রায়নগর, সিলেটে অবস্থাকালীন এবং অত্র প্রতিষ্ঠান থেকেও কয়েকবার পালিয়ে গিয়েছিল। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :