পটুয়াখালীতে বাংলাদেশ প্রতিদিনের এক যুগে পদার্পণ উদযাপন
প্রকাশিত : ১৬ মার্চ ২০২১

আলোচনা সভা শেষে কেক কেটে উদযাপিত হলো পাঠক প্রিয় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক যুগে পদার্পণ। সোমবার সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত (৩২৯) আসনের এমপি কাজী কানিজ সুলতানা হেলেন।
প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যাণার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান খান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী প্রতিনিধি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি কাজী সামশুর রহমান ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর খান, সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন, দৈনিক রূপান্তর পত্রিকার সম্পাদক কেএম এনায়েত হোসেন, প্রফেসর সমীর কুমার দাস।
এসময় বক্তারা বলেন, সংবাদপত্রের জগতে নানা প্রতিকূলতা আর চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ প্রতিদিন পাঠকদের প্রিয় কাগজ হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছে তাই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পত্রিকাটির সাফল্য অব্যাহত থাকবে এমন কামনা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা। এসময় পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাসসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।