ফতুল্লার নয়ামাটিতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি বাইতুল মাহফুজ জামে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যােগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী)বাদ আছর নয়ামাটি মার্কাজ মসজিদ সংলগ্ন স্থানে জামিআ হাজ্বী সাইজুদ্দিন মাদরাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সহ সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন চুন্নু ও মোতাওয়াল্লি মোঃ আব্দুর রশিদ মিথুনের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন কুরআন রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক আল্লামা খুরশিদ আলম কাসেমী।
বিশেষ বক্তা হয়ে হিসেবে বয়ান করেন দেওভোগ মাদরাসা মসজিদের খতিব মাওলানা মুফতি হারুনুর রশিদ, মাওলানা লোকমান কাসেমী, মাওলানা আবুল হুসাইন কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আইএফএস টেক্সপাওয়ার প্রাঃ লিঃ এমডি আলহাজ্ব মোঃ সালাউদ্দিন আহম্মেদ শামীম,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ টেক্সটাইলের এমডি আলহাজ্ব মোঃ আব্দুর রব প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ইব্রাহীম, আলহাজ্ব মোঃ আবুল,আলহাজ্ব মোঃ শামীম, আলহাজ্ব মোঃ ওসমান গনি,মোঃ হীরা প্রমুখ। উপস্থিত ছিলেন মোঃ পিয়ার আলী সরদার,আলহাজ্ব মোঃ মনির হোসেন মনু,মোঃ ফজলুল হক,এস এম মিজানুর রহমান, মোঃ শরীফ মিয়া,মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ রানা, আব্দুর রব রিপন,আব্দুল সালাম,মোঃ মহিউদ্দিন, গোলাম মোস্তফা, আবুল কাসেম চৌধুরী, মোঃ হাকিম আলী,দেলোয়ার হোসেন স্বপন প্রমুখ। রাত ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্তি হয়।